ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

ব্রেক্সিট বিল সংশোধনের পক্ষেই রায়

প্রকাশিত : ১০:৫৩, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১০:৫৩, ২ মার্চ ২০১৭

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার- ব্রেক্সিট বিল সংশোধনের পক্ষেই রায় দিয়েছে দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষ। হাউস অব লর্ডসে ভোটাভুটিতে বিলটি সংশোধনের পক্ষে ভোট দেন ৩৫৮ জন। অন্যদিকে বিপক্ষে ভোট পড়ে ২৫৬টি। এরফলে বিলটি পাস হতে আরো কিছু দিন বেশি সময় লাগবে। এ সংশোধনীতে ব্রিটেনে বসবাসরত ৩০ লাখ ইউরোপীয় নাগরিকের অধিকারের নিশ্চয়তা চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে দ্বিতীয় সংশোধনীর জন্য আরেক দফা ভোটাভুটি হবে। বিলটি আইনে পরিণত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট নিয়ে আলোচনা শুরু করতে পারবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। গেল বছর জুনে গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্রিটেনবাসী।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি