ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ব্ল্যাক বেঙ্গলের জীবন রহস্য উন্মোচন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ১৯ নভেম্বর ২০১৮

বিশ্বের অন্যতম সেরাজাতের ছাগল ব্ল্যাক বেঙ্গলের জীবন রহস্য বা জিন নকশা উন্মোচন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন গবেষকরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বজলুর রহমান মোল্লার নেতৃত্বে কয়েকজন গবেষকের এ সফলতা ছাগলের মৃত্যুহার কমানো ও মাংসের পরিমাণ বাড়াতে ভূমিকা রাখবে।

বিশ্বের অন্যতম সেরা জাতের ছাগল ব্ল্যাক বেঙ্গল। মূলত কুষ্টিয়া অঞ্চলেই এ জাতের ছাগল বেশি দেখা যায়। আর এর মাংস বিশ্বজুড়ে কুষ্টিয়া গ্রেড নামেই পরিচিত।

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়োর পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বজলুর রহমান মোল্লার নেতৃত্বে তরুণ একদল গবেষকরা ব্ল্যাক ছাগলের জীবনরহস্য উন্মোচনের কাজ শুরু করেন। মাত্র ৮মাসেই আসে সাফল্য। গেলো ১১ নভেম্বর যুক্তরাষ্ট্র ভিত্তিক জৈবপ্রযুক্তি বিষয়ক সংস্থা এনসিবিআই থেকে জিন নকশা বা জিনোম সিকোয়েন্সিংয়ের স্বীকৃতি পায় দলটি।

প্রধান গবেষক ডক্টর বজলুর রহমান মোল্লা জানান, ব্ল্যাক বেঙ্গল ছাগলের আকৃতি ছোট ও এর মাংস কম হয়। তবে জীবনরহস্য উন্মোচনের ফলে আরো উন্নত জাত উদ্ভাবন করা সহজ হবে।

সহযোগী গবেষক ড. মো. সামছুল আলম ভূঞা জানান, এই উদ্ভাবন দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের আশপাশে শুরু হয়েছে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি