ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন স্বাভাবিক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ১৩ সেপ্টেম্বর ২০১৮

প্রায় তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেইজ থেকে স্বাভাবিক কয়লা উত্তোলন চলছে। এই কয়লা সরবরাহ করা হচ্ছে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে। মজুদ গড়ে তোলার পর এক সপ্তাহের মধ্যে তাপ বিদ্যুৎ কেন্দ্র স্বাভাবিক উৎপাদনে যেতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পেট্রোবাংলার তত্ত্বাবধানে গত ৭ জুলাই রাতে পরীক্ষামূলক কয়লা উত্তোলন শুরু করে বড়পুকুরিয়া খনির শ্রমিক-কর্মচারীরা। ১০ জুলাই থেকে প্রতিদিন প্রায় ২ হাজার মেট্রিক টন কয়লা উৎপাদন হচ্ছে। খনিতে পুনরায় উৎপাদন শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে শ্রমিকদের মধ্যে।

শ্রমিক-কর্মচারীরা বলছে, তাদের নিরলস পরিশ্রমের কারণে নির্ধারিত সময়ের আগে উৎপাদনে যাওয়া সম্ভব হয়েছে।

খনি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দৈনিক ২ হাজার টনের বেশি কয়লা উৎপাদন হচ্ছে।

এদিকে, কয়লার নির্দিষ্ট মজুদ গড়ে তোলার পর বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার কথা জানিয়েছে তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

খনির এক লাখ ৪৬ হাজার মেট্রিক টন কয়লা লোপাটের পর ২২ জুলাই থেকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫শ’ ২৫ মেগাওয়াট ক্ষমতার তিনটি ইউনিট বন্ধ হয়ে যায়।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি