ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ব‌রিশাল-ভোলা রুটে লঞ্চ চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ৩ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ব‌রিশাল-‌ভোলা রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বৃহস্প‌তিবার (৩ নভেম্বর) সকাল থেকে ব‌রিশাল নদীবন্দর ও ডি‌সি ঘাট থেকে কোনও লঞ্চ ভোলার উদ্দেশে ছেড়ে যায়‌নি। তেম‌নি ভোলা থেকেও কোনও নৌযান ব‌রিশালে আসে‌নি।

লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ব‌রিশাল-‌ভোলা রুটে যাতায়াতকারী নিয়মিত যাত্রীরা।

বরিশালের লঞ্চমা‌লিক স‌মি‌তি লঞ্চ বন্ধের কোনও কারণ না জানাতে পারলেও বিএন‌পি নেতারা বলছেন, ৫ নভেম্বর ব‌রিশালে বিএন‌পির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করেই নৌযান বন্ধ করা হয়েছে।

লঞ্চের পাশাপাশি বন্ধ রয়েছে স্পিডবোটও। যেকারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। 

লঞ্চ চলাচল বন্ধের বিষয়ে মা‌লিক স‌মি‌তি কিছু না জানালেও বিআইড‌ব্লিউ‌টিএ’ কর্তৃপক্ষ বলছে ভোলায় আওলাদ নামক এক‌টি লঞ্চে বুধবার হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সকাল থেকে শুধু ভোলা রুটে লঞ্চ চলছে না। তবে মেহে‌ন্দিগঞ্জ ও মজু চৌধুরীর হাট রুটের লঞ্চগু‌লো এখনও চলাচল করছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি