ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ভাঙনে নিশ্চিহ্ন হতে পারে দৌলতদিয়া ফেরিঘাট [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ২৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ভাঙন ঠেকানো না গেলে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট। ভাঙ্গন রোধে ঘাটের এক কিলোমিটার এলাকা জুড়ে চলছে জিও ব্যাগ ফেলার কাজ। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে দাবি প্রকল্প কর্মকর্তাদের।

দৌলতদিয়া ঘাটের এক কিলোমিটার এলাকার মধ্যে রয়েছে ৬টি ফেরিঘাট, কয়েক’শ বাড়ি ও অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান।

এই ঘাট এলাকায় প্রতি বছরই নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুরু হয় ভাঙ্গন। ফলে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা।

এ বছর জুনের মাঝামাঝি শুরু হয়েছে দৌলতদিয়া ফেরিঘাট রক্ষা প্রকল্পের অস্থায়ী কাজ। তবে এবারও বাড়িঘর ও জমি হারানোর আশংকায় নদী পাড়ের মানুষ।

প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার এই ঠিকাদারি কাজটি করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। তবে সরকার নির্ধারিত প্রতিদিনের বালু ভর্তি আটশ’ থেকে নয়শ’ জিও ব্যাগ প্রয়োজনের তুলনায় কম বলে দাবি প্রকল্প কর্মকর্তাদের। 

এবারও ভাঙনের কবলে পড়লে আশ্রয়ের কোনও জায়গা থাকবে না- এই দুশ্চিন্তায় দিন পার করছেন নদী পাড়ের মানুষ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি