ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ভাঙাচোরা লঞ্চ চললেও অত্যাধুনিক লঞ্চ পড়ে আছে ডাঙায়

প্রকাশিত : ১৫:১৬, ১৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১৬, ১৭ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঈদের আগে-পরে নিবন্ধন ছাড়া ভাঙাচোরা লঞ্চ চললেও অত্যাধুনিক লঞ্চ পড়ে আছে ডাঙায়। কারণ আর কিছুই নয়-আমলাতান্ত্রিক জটিলতা। রূপগঞ্জের ডক ইয়ার্ডে পড়ে থাকা এসব লঞ্চ মালিকদের চাঁদাও দিতে হচ্ছে মাস্তানদের। সমাধানের কথা মুখে বললেও বাস্তবে উল্টো আচরণ বিআইডব্লিউটিএ’র। ঈদের আগে-পরে দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে চলাচলের জন্যে এসব লঞ্চ ঘষা-মাজা হয়েছে সদরঘাটে। ঝুঁকিপূর্ণ যাত্রায় সহযোগিতা করেছে একটি চক্র। অথচ বেশ ক’মাস আগে নির্মাণ করা চারটি অত্যাধুনিক লঞ্চ চলাচলের অপেক্ষায় পড়ে আছে ডক ইয়ার্ডে। কাগজপত্র-নিয়মনীতি সবই মেনেছেন ব্যবসায়ীরা। দুই বিদেশি উদ্যোক্তা বিনিযোগও করেছেন। তারপরও চলার অনুমতি মেলেনি গেল পাঁচ মাসে। লঞ্চগুলো পড়ে থাকার কারণে একদিকে যেমন লোকসান গুণতে হচ্ছে তেমনি মাস্তানদেরও সামলাতে পারছেন না ব্যবসায়ীরা। বিষয়টি সুনজরে আছে- এমন দাবি বিআইডব্লিউটিএ। অবিলম্বে এ সমস্যার সমাধান না হলে ভেস্তে যাবে প্রায় শত কোটি টাকার প্রকল্প।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি