ঢাকা, বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনছে সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ৬ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে এক হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ আমদানির অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এনআরএল থেকে ডিজেল আমদানির প্রস্তাব উত্থাপন করলে তা পর্যালোচনা শেষে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ কমিটি।

জানা গেছে, মেয়াদি চুক্তির আওতায় নেগোসিয়েশনের ভিত্তিতে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত ডিজেল আমদানি করা হবে। মোট ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলারে এই তেল কেনা হচ্ছে। প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ধরা হয়েছে ৫ দশমিক ৫০ ডলার এবং রেফারেন্স মূল্য ৮৩ দশমিক ২২ ডলার।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় ২০১৬ সাল থেকে ডিজেল আমদানি করা হচ্ছে। প্রথমে রেল ওয়াগনের মাধ্যমে এবং ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হচ্ছে।

ভারতের সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘এটি পুরোনো ও দীর্ঘমেয়াদি চুক্তির অংশ। নতুন কোনো সিদ্ধান্ত নয়।’

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি