`ভারত-পাকিস্তান পরিস্থিতি বাংলাদেশের ওপর সরাসরি প্রভাব ফেলবে না`
প্রকাশিত : ১৯:১২, ২৭ এপ্রিল ২০২৫

ভারত-পাকিস্তানের বর্তমান উত্তেজনা সরাসরি বাংলাদেশের ওপর প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আধুনিক সময়ে সবকিছু কিছুটা প্রভাব ফেললেও ভারত-পাকিস্তানের সংঘাত বাংলাদেশকে সরাসরি প্রভাবিত করবে না, কারণ ঢাকা কোনো পক্ষ নয়। উত্তেজনা প্রশমনে দুই দেশের আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে বাংলাদেশ রয়েছে।
উপদেষ্টা জানান, চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে, তবে আগ বাড়িয়ে কোনো উদ্যোগ নেবে না। দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হলে ব্যবসা-বাণিজ্যে কিছুটা প্রভাব পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ভারতে বাংলাদেশিদের গ্রেফতার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এখন পর্যন্ত বিষয়টি কেবল পত্রপত্রিকায় দেখা গেছে, কোনো অফিসিয়াল তথ্য আসেনি। যদি আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক হন, তবে যাচাই-বাছাই শেষে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অবস্থান খুব স্পষ্ট—ভারত-পাকিস্তানের উত্তেজনা কমানো এবং শান্তি বজায় থাকাই বাংলাদেশের প্রত্যাশা।
আরও পড়ুন