ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ভারতীয় ভিসার জন্য অগ্রিম টিকেট লাগবে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ২১:৪৭, ৫ অক্টোবর ২০১৭

ভারতীয় ভিসা প্রার্থীদের জন্য আগামী ১০ অক্টোবরের পর থেকে অগ্রিম টিকিট লাগবে না। ভিসা আবেদন কেন্দ্রে এখন থেকে আগাম টিকেট ছাড়াই আবেদন করা যাবে।

মঙ্গলবার ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ অক্টোবর থেকে ভ্রমণ ভিসা আবেদনকারীরা আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই মিরপুর রোডের আইভিএসি-তে সরাসরি তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন। ভ্রমণের নিশ্চিত টিকেট জমা দেওয়ার প্রয়োজন হবে না।

সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অন্যান্য ভিসা ক্যাটাগরি যেমন মেডিকেল ভিসা, ব্যবসায়, সম্মেলন ও অন্যান্য আবেদন আগের মতোই সরাসরি জমা দেওয়া যাবে।

নতুন এই ব্যবস্থা পাইলট উদ্যোগ হিসেবে গত ৯ জুলাই থেকে চট্টগ্রামে এবং ১০ সেপ্টেম্বর থেকে রাজশাহী ও রংপুরের আইভিএসিগুলোতে পরীক্ষামূলকভাবে চালু হয়।

ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করা এবং ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে

বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গতকাল বুধবার  ভারতীয় ভিসা আবেদনের ফি অনলাইনে জমা নেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়।

ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি