ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

সকাল থেকেই উত্তপ্ত কাশ্মীর

ভারতীয় সেনাদের গুলিতে নিহত ১ জঙ্গি

প্রকাশিত : ১১:২৯, ৭ মার্চ ২০১৯

ভারতের কুপওয়াড়া জেলার হান্ডোয়া, কারলগুন্ড সহ একাধিক জায়গায় ভারতীয় সেনাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের গুলি চলছে। সেই সঙ্গে জঙ্গি নিধনের জন্য বিশেষ সার্চ অপারেশনে নেমেছে ভারতীয় সীমান্ত রক্ষিরা। আজ দিনের শুরুতেই হান্ডোয়াতে ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছে এক জঙ্গি। তবে গুলি বিনিময় এখনও চলছে।

জানা গেছে, বুধবার রাতে জঙ্গি হামলা হয় ভারতীয় সেনাবাহিনীর একটি দলকে লক্ষ্য করে। পুলওয়ামার পর এবার কাশ্মীরের কুপওয়াড়ায় ফের জঙ্গিদের হামলার মুখে পড়ে ভারতীয় সেনাবাহিনী। 

কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ভারতীয় সেনার টহলরত গাড়িতে অতর্কিত হামলা চালানো হয়েছে। ঘটনাটি ঘটেছে কুপওয়ারার হান্ডওয়ারার কাছেই, ল্যাংগেটে। এরপর থেকে জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি চলছে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। এখনও পর্যন্ত হতাহতের খবর জানা যায়নি। এমনকি কারা হামলা চালিয়েছে, তা-ও স্পষ্ট নয়।

এদিকে, আগেই খবর এসেছিল, সীমান্তের ওপারে ভিড় জমাতে শুরু করেছে পাকিস্তানের সেনা। সঙ্গে রয়েছে অস্ত্রও। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাও সতর্ক। যে কোনও হামলায় কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় বাহিনী।

সূত্র : কলকাতা২৪

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি