ভারতে আবারও রেকর্ড আক্রান্ত, মৃত্যু ১২ হাজার
প্রকাশিত : ১৫:৪৫, ১৮ জুন ২০২০

ভারতে পাল্লা দিয়ে বাড়ছে আক্রন্তের হার। প্রতিদিন দশ হাজারেরও বেশি নতুন সংক্রমণ হওয়া নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। গত একদিনেও তার ব্যত্যয় ঘটেনি।
কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৮১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্তের হিসাবে এখনও অবধি এটাই সর্বোচ্চ। এতে করে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৬৬ হাজার ৯৪৬ জনে দাঁড়িয়েছে।
আক্রান্তের পাশাপাশি মৃত্যু সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। এক লাফে দু’হাজার বেড়ে বুধবার দেশে ১০ হাজারের গণ্ডি পেরিয়ে যায়। আর গত একদিনে প্রাণহানি ঘটেছে ৩৩৪ জনের। এ নিয়ে ভারতে মৃতের সংখ্যা ১২ হাজার ২৩৭ জনে ঠেকেছে।
এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৬৫১ জনের। ধারাবাহিকভাবে বেড়ে রাজধানী দিল্লিতে মৃত্যু সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯০৪-তে। তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গিয়েছেন ১ হাজার ৫৬০ জন। এরপর তালিকায় রয়েছে তামিলনাড়ু (৫৭৬), পশ্চিমবঙ্গ (৫০৬), মধ্যপ্রদেশ (৪৮২), উত্তরপ্রদেশ (৪৩৫), রাজস্থান (৩১৩), তেলঙ্গানা (১৯২) ও হরিয়ানা (১৩০) ও কর্নাটক (১০২)।
এক লাখ পার করে আক্রান্তের শীর্ষে সেই মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে তিন হাজার ৩০৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এতে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ৭৫২ জনে পৌঁছেছে। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুর আক্রান্ত ৫০ হাজার ১৯৩ জন। তৃতীয় স্থানে থাকা দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ১০২ জন। চতুর্থ স্থানে থাকা গুজরাটে করোনার শিকার ২৫ হাজার ৯৩ জনে দাঁড়িয়েছে।
উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ ১০ হাজারের গণ্ডি পার করে এগিয়ে চলেছে। উত্তরপ্রদেশে (১৪ হাজার ৫৯৮), রাজস্থানে (১৩ হাজার ৫৪২), পশ্চিমবঙ্গে (১২ হাজার ৩০০) ও মধ্যপ্রদেশে (১১ হাজার ২৪৪) জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পর ক্রমান্বয়ে রয়েছে, হরিয়ানা (৮ হাজার ৮৩২), কর্নাটক (৭ হাজার ৭৩৪), অন্ধ্রপ্রদেশ (৭ হাজার ৭১), বিহার (৬ হাজার ৯৪২), তেলঙ্গানা (৫ হাজার ৬৭৫) ও জম্মু ও কাশ্মীর (৫ হাজার ৪০৬)।
সংক্রমিতের সংখ্যা পাঁচ হাজারের নীচে রয়েছে অসম (৪ হাজার ৬০৫), ওড়িশা (৪ হাজার ৩৩৮) পঞ্জাব (৩ হাজার ৪৯৭), কেরল (২ হাজার ৬৯৭), উত্তরাখণ্ড (২ হাজার ২৩), ঝাড়খণ্ড (১ হাজার ৮৯৫), ছত্তীসগঢ় (১ হাজার ৮৬৪) ও ত্রিপুরা (১ হাজার ১৩৫)-র মতো রাজ্যগুলির।
পশ্চিমবঙ্গে করোনার কবলে পড়ে ৫০৬ জন প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯১ জন। এ নিয়ে রাজ্যে আক্রান্ত ১২ হাজার ৩০০ জনে পৌঁছেছে। কলকাতা ও দুই ২৪ পরগনা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও প্রতিদিন বাড়ছে সংক্রমণ।
করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি, আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাটাও উল্লেখযোগ্যহারে বাড়ছে। দেশে অ্যক্টিভ রোগীর থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা এখন বেশি।
কোভিডে আক্রান্ত হওয়ার পর এখন অবধি এক লক্ষ ৯৪ হাজার ৩২৫ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত হাজার ৩৯০ জন।
এআই//
আরও পড়ুন