ঢাকা, সোমবার   ১৯ মে ২০২৫

ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা ইমিগ্রেশনে গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩২, ১৯ মে ২০২৫ | আপডেট: ১৫:৫২, ১৯ মে ২০২৫

Ekushey Television Ltd.

চিকিৎসার নামে ভারতে যাওয়ার সময় ঢাকা কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদ (৪২)কে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। 

সোমবার (১৯ মে) দুপুরের দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের উদ্দেশ্যে ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন, তবে পাসপোর্টের স্টপ লিস্টে তার নাম থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। 

পরবর্তীতে তার বিরুদ্ধে গাইবান্দার গোবিন্দগঞ্জ থানায় (মামলা নং- নং-৯/৪০৭,তারিখ ০৭/১১/২৪) মামলা থাকায় তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত জামিল আহম্মেদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শ্রীপতিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তার পাসপোর্ট নম্বর-অঙ, ৩৫৬৬৫৩৯।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, দুপুরে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশে করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়। 

এদিকে ভারতে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় সীমান্ত পথে অনেকেই পালাচ্ছেন ওপারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এদের কেউ কেউ ধরা পড়লেও অধিকাংশই বিভিন্ন কৌশলে পাড়ি জমাচ্ছেন ভারতে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি