ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

ভারতে ৫১ বাংলাদেশি গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ২৭ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অন্তত ৫১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আসাম সরকারের দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর মাধ্যমে এ বিষয়ে তাদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানান, গত রোববার শ্রীভূমি জেলা থেকে ৩০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়। পরে মঙ্গলবার ওই জেলার সীমান্ত থেকে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শর্মা লিখেছেন, “পৃথক দুই ঘটনায় আমরা শ্রীভূমি সেক্টর থেকে গ্রেপ্তার ২১ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি। এর মাধ্যমে আমাদের অনুপ্রবেশ-বিরোধী কার্যক্রম আরও জোরদার হয়েছে।”

এছাড়া আসাম পুলিশ জানায়, রোববার শ্রীভূমি জেলায় নারী-শিশুসহ ৩০ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের আগে তাদের সীমান্তের কাছে দেখা যায় এবং পরে জিজ্ঞাসাবাদ শেষে বিএসএফ-এর সহায়তায় ফেরত পাঠানো হয়।

দক্ষিণ সালমারা মানকাচারে একই দিন রাতে আরও ছয় বাংলাদেশিকে আটক করে পুলিশ। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হরেন টোকবি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী এবং এক ও তিন বছর বয়সী দুই শিশু ছিল। তিনি বলেন, “তারা জম্মু ও কাশ্মির থেকে ট্রেনে করে গুয়াহাটি আসেন এবং সেখান থেকে সড়কপথে আমাদের জেলায় পৌঁছে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।”

শর্মা আরও বলেন, এই অবৈধ অনুপ্রবেশকারীরা স্থানীয় জনগণের অধিকার লঙ্ঘন করছে এবং জনসংখ্যার কাঠামো বদলে দিচ্ছে। তাই তাদের ফেরত পাঠানো হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি