ঢাকা, সোমবার   ১২ জানুয়ারি ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী সবসময় একজন হিন্দুই হবেন: আসামের মুখ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ১১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:২৮, ১১ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

‘হিজাব পরা কোনো নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন’— সম্প্রতি এমন মন্তব্য করেছেন ইন্ডিয়ার মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সভাপতি আসাদুদ্দিন ওয়েইসি। এই মন্তব্যের পর পালটা মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, 'ভারতের সংবিধান অনুযায়ী যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন, তবে দেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত চরিত্র নিশ্চিত করতে পদটি সবসময় একজন হিন্দুর দখলে থাকবে।'

এদিকে এ বিষয়ে বিজেপির এক মুখপাত্রও ওয়াইসিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আগে এআইএমআইএমে হিজাব পরা কোনো নারীকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হোক, তারপর এমন স্বপ্ন দেখানো উচিত।

এর আগে রাজ্যটির সোলাপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নির্বাচনি প্রচারে গিয়ে ওয়েইসি বলেন, 'বিজেপি যে হিজাবকে ঘৃণা করে, সেই হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। ভারতের সংবিধান সেই অধিকার দেয়।'

সূত্র: ইন্ডিয়া টুডে

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি