ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিতের আহ্বান ঢাকার
প্রকাশিত : ২২:০১, ১৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ২২:০৮, ১৭ এপ্রিল ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে প্রতিবেশী দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, ভারতের সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশকে সম্পৃক্ত করার যেকোনো প্রচেষ্টা সরকার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।
তিনি বলেন, “মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর অপচেষ্টা অসত্য, ভিত্তিহীন এবং সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। বাংলাদেশ সরকার এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।”
প্রেস সচিব আরও বলেন, “ভারতের মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা ও সহিংসতা গভীর উদ্বেগজনক। আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে আহ্বান জানাই— সংখ্যালঘু মুসলিমদের জানমাল এবং ধর্মীয় অধিকার রক্ষায় কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।”
সম্প্রতি পশ্চিমবঙ্গের মুসলিমপ্রধান মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। এসময় বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ, যানবাহনে আগুন, ইটপাটকেল নিক্ষেপসহ বিশৃঙ্খলার ঘটনা ঘটে।
এই সহিংসতা ছড়িয়ে পড়ে মালদা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলাতেও। ঘটনাগুলোতে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, দেশটি সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী এবং প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়িয়ে পড়ার প্রশ্নই ওঠে না।
এসএস//
আরও পড়ুন