ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

ভিকারুননিসায় দুদকের অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ১৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

অবৈধভাবে ভর্তির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের হট লাইনে (১০৬) কে বা কারা জানালে বুধবার বেলা সোয়া ১১টায় দিকে দুর্নীতি বিরোধী সংস্থাটির দুই সদস্যের টিম এই অভিযান চালায়।

জানা যায়, প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির লটারিতে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গত ডিসেম্বরে। কিন্তু এরপরও গতকাল মঙ্গলবার নতুন করে ভর্তি কার্যক্রম শুরু করে। সেটিও আজ বুধবারও অব্যাহত ছিল। ঘোষিত আসনের বাইরে অবৈধভাবে এ ভর্তির খবর দুদকের হট লাইনে (১০৬) কে বা কারা জানিয়ে দেয়। এরপরই তাৎক্ষণিকভাবে অভিযানে নামে দুদক।

সূত্র জানায়, ভিকারুননিসার ভর্তির অর্থ কলেজ ক্যাম্পাসের পূর্ব দিকে অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হয়। তবে অবৈধ ভর্তি গোপন রাখতে ব্যাংক কর্মকর্তাদের স্কুলের ভেতরে নিয়ে আসা হয়। সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের ম্যানেজ করতে তাদের অনুরোধে ভর্তিসহ নানা সুবিধা নিয়ে ভর্তির এ আয়োজন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

তবে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাসিনা বেগম বলেন, দুদকের কর্মকর্তারা স্কুলে এসেছিলেন। আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি। তারা কিছুক্ষণ আগে চলে গেছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি