ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ভুটানকে বাংলাদেশের অবকাঠামো কাজে লাগিয়ে এগোনোর পরামর্শ প্রধান উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ৯ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:৫০, ৯ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

ভুটানকে বাংলাদেশের অবকাঠামোগত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে পারস্পরিক সম্পর্ক ও উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ পরামর্শ দেন তিনি।

সাক্ষাতে রাষ্ট্রদূত ভুটানের প্রধানমন্ত্রী ড. দাশো ত্ষেরিং তোবগের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রধান উপদেষ্টার কাছে। তিনি বাংলাদেশে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, চিকিৎসা ও শিক্ষা খাতে সহযোগিতার প্রশংসা করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেন।

মানুষে মানুষে যোগাযোগের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, দুই দেশের যুবসমাজের পারস্পরিক সফর ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় হবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সার্কের চেতনা অটুট রাখতে চায় এবং সদস্য দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উৎসাহিত করে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত দর্জিকে বাংলাদেশে স্বাগত জানান এবং দায়িত্ব পালনকালে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, তার মেয়াদে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি