ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ভুয়া শিক্ষা প্রকল্প দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ভুয়া শিক্ষা প্রকল্প দেখিয়ে কুড়িগ্রামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আশার আলো পল্লী উন্নয়ন সংস্থা নামের একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। শিশুদের জন্য দেড় শতাধিক স্কুল নির্মাণ, শিক্ষক নিয়োগসহ নানা কায়দায় নেয়া হয়েছে এই টাকা। প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনার দাবী ভুক্তভোগীদের।

ঝরে পড়া শিশুদের শিক্ষার কথা বলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্বপ্ন ফাউন্ডেশন নামে প্রায় দেড় শতাধিক স্কুল প্রতিষ্ঠা করে আশার আলো পল্লী উন্নয়ন সংস্থা।

প্রতিটি স্কুলে নিয়োগ দেয়া হয়, একজন প্রধান শিক্ষক, চারজন সহকারি শিক্ষক এবং একজন আয়া। অভিযোগ আছে, এসব নিয়োগে ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ লেনদেনের। আবার ‘স্বপ্ন ফাউন্ডেশন এন্ড বুটিক হাউস’ নামে বিচিত্র প্রতিষ্ঠানের প্যাডে দেয়া হয়েছে এই শিক্ষক নিয়োগ। যার ঠিকানা, ঢাকার উত্তরা।

শিক্ষার্থীদের টিফিন, উপবৃত্তি, বই ও পোষাক দেবার কথা থাকলেও তা দেয়া হয়েছে নামেমাত্র।

এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে, স্কুলের ফার্নিচার বাবদ অনেকের কাছ থেকে টাকা নেবার কথা স্বীকার করেন সংস্থাটির নির্বাহী পরিচালক।  

ঝড়ে পড়া শিশুদের জন্য শিক্ষা প্রকল্প হলেও এ বিষয়ে অবহিত করা হয়নি খোদ প্রাথমিক ও

গণশিক্ষা অধিদপ্তরকে।

প্রাথমিকভাবে ঘটনার সত্যতা প্ওায়ায় সংস্থাটির উর্ধ্বতন কর্মকতাদের তলব করেছে স্থানীয় প্রশাসন। নিদের্শ দেয়া হয়েছে সব কার্যক্রম বন্ধের ।

উন্নয়ন কর্মকান্ডের নামে বেসরকারি সংস্থার প্রতারণার বিচার চান ভুক্তভোগীরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি