ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
প্রকাশিত : ২০:১০, ২৪ নভেম্বর ২০২৫
ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।
বৈঠকে ভূমিকম্পের ঝুঁকি, প্রস্তুতি, সমন্বয় এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
উল্লেখ্য,গত শুক্রবার ও শনিবার প্রায় ৩১ ঘণ্টার ব্যবধানে ঢাকা ও আশপাশের এলাকায় চার দফা ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী।
শুক্রবারের ভূমিকম্পে উৎপত্তিস্থল নরসিংদীতে বাবা-ছেলেসহ পাঁচজন এবং ঢাকায় চারজনের মৃত্যু হয়। এ ছাড়াও নারায়ণগঞ্জে মারা গেছে এক শিশু। একইসঙ্গে এসব জেলায় আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ।
এমআর//
আরও পড়ুন










