ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ভূমিহীন পরিবারের জন্যে বাসস্থানের ব্যবস্থা করবে সরকার

প্রকাশিত : ১৮:৪৯, ১২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৪৯, ১২ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ভূমিহীন পরিবারের জন্যে সরকার বাসস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। কক্সবাজারে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করে একথা বলেন তিনি। এসময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদের ব্যবস্থাপনায় কক্সবাজার পাবলিক লইব্রেরীর প্রাঙ্গণে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে, ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করেন।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি