ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ভেজাল পণ্য বিক্রির বিরুদ্ধে শিগগিরই অভিযান

প্রকাশিত : ১৮:৪৬, ২৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৪৬, ২৫ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

নগরীতে ভেজাল পণ্য বিক্রির বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। সোমবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত ‘জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ শীর্ষক সেমিনারে জেলা প্রশাসক সামশুল আরেফিন এ কথা জানান। ইতোমধ্যে নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন মার্কেটে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে ক্যাবের উপ-পরিচালক জুবায়ের আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুমিনুর রশিদ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বক্তব্য রাখেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি