ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

‘ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের দিন বহু আগেই শেষ হয়েছে’

প্রকাশিত : ০৮:৩১, ৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১০:২১, ৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

লাতিন আমেরিকার দেশগুলোতে সামরিক হস্তক্ষেপের দিন বহু আগেই শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি আশা করেন, ভেনিজুয়েলায় কোনো বিদেশি শক্তি প্রবেশ করবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালানোর হুমকি দেওয়ার পর গুতেরেস এসব কথা বললেন।

ভেনিজুয়েলার সাম্প্রতিক প্রতিবাদ কর্মসূচির কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব মার্কিন সরকার পরিচালিত প্রচার মাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি খুবই আশাবাদী হয়েছি যে, গত শনিবার কোনো সহিংসতা ছাড়াই বিক্ষোভ-কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের জোরালো আবেদন হচ্ছে সব ধরনের সহিংসতা পরিহার করতে হবে। সহিংসতা কোনো পক্ষেরই স্বার্থ সংরক্ষণ করে না বলেও তিনি মন্তব্য করেন।’

গত কয়েক সপ্তাহ ধরে ভেনিজুয়েলায় রাজনৈতিক সংকট গভীর হয়েছে। বিরোধীদলগুলো সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে। তারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসন ক্ষমতার অবসান চায়।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি