ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৪০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ৩ মে ২০২০

ভেনেজুয়েলার একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। গত শুক্রবার দক্ষিণ আমেরিকার দেশটির পর্তুগুয়েসা রাজ্যের লস লিয়ানোস কারাগারে এ ঘটনা ঘটে। কারাগারে খাদ্য ও পানীয় সরবরাহে অপ্রতুলতা নিয়ে কয়েদিদের মধ্যে ক্ষোভ থেকে এই দাঙ্গার সৃষ্টি হয়। 

দেশটির প্রিজন অবজারভেটরির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সম্প্রতি করোনার বিস্তার রোধে বাড়তি কড়াকড়ি আরোপ করা হয়েছে দেশটির কারাগারগুলোতে। নতুন নিয়মে স্বজনরা কয়েদিদের খাবার সরবরাহ করতে পারেন না। এ নিয়ে তাদের ক্ষোভ চলে আসছিল। 

তবে কারা কর্তৃপক্ষের দাবি, বন্দীরা জেল পালানোর চেষ্টা করছিলেন। এ ঘটনায় কারাগারের বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীসহ গভর্নরও আহত হয়েছেন।

ভেনেজুয়েলার কারা মন্ত্রী আইরিস ভ্যারেলা গণমাধ্যমকে জানিয়েছেন, কারাগারটিতে একটা ঘটনা ঘটেছে। তবে এতে কতজন মারা গেছেন তা নিশ্চিত করেননি তিনি।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ভেনেজুয়েলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪৫ জন। এর মৃত্যু হয়েছে ১০ জন।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি