ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ভেনেসা লিওনের মাথায় বিশ্বসুন্দরীর মুকুট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবারের আসরের ‘মিস ওয়ার্ল্ড ২০১৮’র মুকুট জয়ী হলেন মেক্সিকান তরুণী ভেনেসা পনসে দে লিওন। নিয়ম অনুযায়ী অনুষ্ঠানে গতবারের বিশ্ব সুন্দরী মানুষী ছিল্লার তার মাথায় এই মুকুট পরিয়ে দেন।

শনিবার সন্ধ্যায় চীনের সানইয়াহ শহরে অনুষ্ঠিত হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৬৮তম আসরের গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজন। এবার ১১৮ দেশের প্রতিযোগীদের মধ্য থেকে বিচারকরা লিওনকে বিজয়ী ঘোষণা করেন।

প্রথম রানার-আপ হয়েছেন থাইল্যান্ডের রমণী নিকোলেনে পিছাপা লিমসনসুকান। এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রতিযোগী ‘মিস ওয়ার্ল্ড’-এ সেরা ৩০ নির্বাচিত হয়ে ফাইনালের মঞ্চে উঠেছে। বাংলাদেশ ছাড়াও বাদ পড়েছে গতবারের বিজয়ী দেশ ভারতও।
মিস ওয়ার্ল্ডের সেরা ২০-এর তালিকায় জায়গা করে নিয়েছেন এ সুন্দরী। অর্থাৎ ঐশী এখন বিশ্বের সেরা ২০ সুন্দরীর তালিকায় রয়েছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি