ভেসে উঠল আরও এক শিশুর লাশ, নিখোঁজ ৫ শিশুর সবার মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১১:৩৭, ২ নভেম্বর ২০২৫
জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুইদিন পর আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নদীতে ডুবে নিহত ৫ শিশুর মরদেহ উদ্ধার করা হলো।
আজ রোববার সকালে মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানী এলাকায় দুর্ঘটনাস্থল থেকে এক কিলোমিটার ভাটিতে ঝিনাই নদীতে ভেসে উঠে শিশু বৈশাখীর মরদেহ। পরে স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে।
এ নিয়ে দুর্ঘটনায় নিখোঁজ ৫ জন শিশুর মরদেহ উদ্ধার করা হলো।
গত শুক্রবার বিকালে ঝিনাই নদীতে গোসল করার সময় পানিতে ডুবে যায় ৫ শিশু। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধ্যায় সহোদর ভাই-বোনসহ তিনজনের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ থাকে কুলসুম ও বেশাখী নামে দুই শিশু।
ঘটনার পরদিন শনিবার সকালে কুলসুমের মরদেহ উদ্ধারের পর বিকেলে অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস।
আজ রোববার সকালে স্থানীয়রা নিখোঁজ বৈশাখীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।
এএইচ
আরও পড়ুন










