ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ভোটের হাওয়ায় ভাসছে জাবি ক্যাম্পাস

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৭, ২ মে ২০২৫

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোটের হাওয়ায় ভাসছে ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীদের মাঝে ফিরেছে উৎসাহ-উদ্দীপনা। আগামী ৩১ জুলাই নির্বাচন ঘিরে নিজেদের গুছিয়ে নিচ্ছে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোও।

লাল কৃষ্ণচূড়া আর হরেক রকম ফুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেজেছে নতুন রূপে। সেইসাথে ৩৩ বছর পর জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় আরও রঙিন ক্যাম্পাস।  

জাকসু নির্বাচনের আলোচনা এখন টক অব দ্য ক্যাম্পাস। দীর্ঘসময় পর প্রতিনিধি নির্বাচন করার যে দিনক্ষণ নির্ধারিত হয়েছে, তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 

ইতোমধ্যেই মাঠে নেমেছেন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। সাধারণ শিক্ষার্থীদের মাঝে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে কাজ করছেন বলে জানান তারা। 

জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে এই বৈতরণী পার হতে চান গণতান্ত্রিক ছাত্র সংসদও।

শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের প্রতিনিধি নির্বাচিত হবেন- এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি