ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

ভোমরা স্থলবন্দরে আরো ৩৫টি পণ্য যোগ হলো(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ২৭ আগস্ট ২০১৮

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানিতে যোগ হলো আরো ৩৫টি পণ্য। এ’নিয়ে তালিকাভুক্ত পণ্যের সংখ্যা দাঁড়ালো ৮২ তে। কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা বলছেন- এগুলোর বাণিজ্য পুরোদমে শুরু হলে বাড়বে রাজস্ব, সৃষ্টি হবে কর্মসংস্থান।

১৯৯৬ সালে যাত্রা করে ভোমরা স্থলবন্দর। তখন আমদানি-রপ্তানির তালিকায় ছিল ২১টি পণ্য। ২০১০ সালে ২৬টি পণ্য যোগ হলে, মর্যাদা পায় পূর্ণাঙ্গ স্থলবন্দরের। কিন্তু এগুলোর প্রায় ৫০ ভাগেরই বাণিজ্য হয় না এই বন্দর দিয়ে। চলতি বছরের জুলাইতে যোগ হলো আরো ৩৫টি পণ্য।

নতুন যোগ হওয়া পণ্যের মধ্যে আছে- রেডিও টিভির যন্ত্রাংশ, তামাক, শুকনো ফলমূল, সুপারি, জুয়েলারি ও হার্ডওয়্যার।

তালিকাভুক্ত সব পণ্যের আমদানি-রপ্তানি শুরু হলে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য বহুগুণ বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি