ঢাকা, শুক্রবার   ১৪ নভেম্বর ২০২৫

ভোলায় সেতু ও গ্যাস সংযোগের দাবিতে তোপের মুখে ৩ উপদেষ্টা

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৪, ১৪ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ভোলা-বরিশাল সেতু ও গ্যাস সংযোগের দাবীতে তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে  জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তাদের অবরুদ্ধ করা হয়।

এর আগে ভোলায় অর্থনৈতিক উন্নয়ন ও গ্যাস সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে তিন উপদেষ্টাকে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ভোলাবাসী ভোলা-বরিশাল সেতু ও ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপনের দাবি তোলেন। তবে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মতবিনিময় সভায় গৃহস্থালির কাজে গ্যাস সংযোগ দেয়া হবে না এবং শিগগিরই ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে না বলে বক্তব্য রাখলে সভায় উপস্থিত ভোলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উত্তেজিত হয়ে ওঠেন। এসময় তারা উপদেষ্টার পদত্যাগ দাবি করে স্নোগান দেন।  

এক পর্যায়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তায় শুয়ে অবরুদ্ধ করেন তিন উপদেষ্টাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি নেতৃবৃন্দের হস্তক্ষেপে আন্দোলনকারীরা সরে যান । পরে আন্দোলনকারী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে।

এর আগে  জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি