ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

মংলায় দেড় হাজার গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে সোনালী উন্নয়ন ফাউন্ডেশন

প্রকাশিত : ১১:১০, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১১:১০, ২ মার্চ ২০১৭

  মংলায় দেড় হাজার গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে সোনালী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। কষ্টার্জিত টাকা আদায়ে এখন বিভিন্ন সরকারি দপ্তরে ধর্ণা দিচ্ছে তারা। বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটির কর্মিরাও। জমানো টাকা ফেরত পেতে সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের সামনে গ্রাহকদের এই ভীড়। ২০০০ সাল থেকে মংলার দিগরাজে উচ্চহারে সুদের প্রলোভন দেখিয়ে ১৩৯৮জন গ্রাহকের কাছ থেকে এক কোটি ৩ লাখ টাকা আমানত সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। দরিদ্র মানুষগুলোর কাছ থেকে নেয়া টাকা না দিয়ে গত নভেম্বরে প্রতিষ্ঠানটির কর্মকর্তরা সটকে পড়েন। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা মাঠ কর্মিরাও। এরই মধ্যে সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের মহাপরিচালক শামস উদ্দিনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে তারা। সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের দিগরাজ কার্যালয়ে গিয়ে দেখা গেল সেটি তালাবদ্ধ বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। সোনালী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতারনা বন্ধের পাশাপাশি গ্রাহকদের পাওনা টাকা ফেরত পেতে শিগগির প্রশাসনের পদক্ষেপ চান ভুক্তভোগিরা।  
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি