ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ খুলে দেয়ার সুফল পেতে শুরু করেছে নগরবাসী

প্রকাশিত : ১৮:৪৯, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫৬, ৩০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

এরইমধ্যে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ খুলে দেয়ার সুফল পেতে শুরু করেছে নগরবাসী। হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা যেতে সময় লাগছে মাত্র ৩ মিনিট। তবে, কিছুটা সমন্বয়হীনতার কারনে সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি যেতে যানজটে পড়তে হচ্ছে। হলি ফ্যামিলি অংশে চার রাস্তার মোড় থাকায় এই যানজট হচ্ছে। flyরাজধানীর হলি ফ্যামিলি থেকে সাতরাস্তা যেতে আগে যেখানে সময় লাগতো প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা, সেখানে এখন ফ্লাইওভার দিযে যেতে সময় লাগছে মাত্র তিন মিনিট। কারন নামার অংশে কোনো মোড় বা সংযোগ সড়ক নেই। উল্টো চিত্র সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি যেতে। সরেজমিনে গিয়ে দেখা গেলো, হলি ফ্যামিলি অংশে যেখানে ফ্লাইওভারে নামার মুখ, ঠিক সেখানেই রয়েছে চার রাস্তার মোড়। ফলে ট্রাফিক সিগন্যালে বাড়ছে ফ্লাইওভারের জট। আর মগবাজার থেকে মালিবাগ অংশের কাজ শেষ না হওয়ায় ঐ রুটের বাসও যাচ্ছে হলি ফ্যামিলির সামনে দিয়ে। ফলে বাড়তি চাপ তৈরী করছে যানজট। সিগন্যাল ছাড়ার সময় ইউটার্ন করা গাড়ীর কারণে গতি কমিয়ে দিচ্ছে ফ্লাইওভারের নামা গাড়ীগুলো। যানজট নিরসনে আরো কার্যকর ট্রাফিক সিস্টেম ও পুরো ফ্লাইওভার নির্মান হলেই পরিপূর্ন সুফল পাবে নগরবাসি, এমনই বলছে সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি