মঙ্গলবার ডিসি সম্মেলন শুরু
প্রকাশিত : ২০:৫৭, ২৪ জুলাই ২০১৭ | আপডেট: ২১:১৫, ২৪ জুলাই ২০১৭

তিনদিন ব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকাল ১০টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সচিবালয়ে সোমবার `জেলা প্রশাসক সম্মেলন-২০১৭` নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
সরকারের নীতি-নির্ধারক ও ডিসিদের মধ্যে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলন আয়োজন করা হয়। আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ৩টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে এবারের ডিসি সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, `বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে সরকারের নীতি, দর্শন, প্রাধিকার—এগুলো নিয়ে প্রতি বছর বৈঠক হয়। এবার বৈঠক শুরু হবে ২৫ জুলাই।`
তিনি বলেন, `এবার প্রাপ্ত প্রস্তাব ৩৪৯টি। এগুলোর মধ্যে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে প্রস্তাবগুলো এসেছে।`
শফিউল আলম বলেন, `মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী মাঠ প্রশাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে শুনবেন ও নির্দেশনা দেবেন। প্রথম দিন সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ অধিবেধন হবে।`
আরকে/ডব্লিউএন
আরও পড়ুন