ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষকদের সনদ যাচাইয়ে নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:২৬, ৮ আগস্ট ২০১৭

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষকের সনদ যাচাইয়ের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ আসে যে ওই স্কুলের প্রায় অর্ধশত শিক্ষক ভুয়া সনদে চাকরি করছেন। পরে মন্ত্রণালয় অভিযোগ আমলে নিয়ে সব শিক্ষকের সনদ যাচাই করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে (মাউশি) নির্দেশ দেয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানটির অনেক শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগ পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে সব শিক্ষকের সনদ দুই সপ্তাহের মধ্যে যাচাই করতে মাউশিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত মে মাসে এক অভিযোগের পরিপ্রেক্ষিতে স্কুলটির মতিঝিল শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালাম খানের বিএড সনদ ভুয়া বলে প্রমাণিত হয়। তাকে চাকরিচ্যুত করতে ম্যানেজিং কমিটিকে চিঠি দেয় ঢাকা শিক্ষাবোর্ড। এ ঘটনার পরে প্রতিষ্ঠানটির আরও অনেক শিক্ষকের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ জমা পড়ে শিক্ষামন্ত্রণালয়ে। এসব অভিযোগ আমলে নিয়ে মন্ত্রণালয় তদন্ত করতে মাউশিকে নির্দেশ দিয়েছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি