ঢাকা, সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না: ইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ২৯ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আর বৃদ্ধি করা হচ্ছে না।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) ছিল রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর থেকে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাই শুরু করবেন, যা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

এছাড়া গত ১৮ ডিসেম্বর তফসিল সংশোধন করে জারি করা প্রজ্ঞাপনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুই দিন কমানো এবং আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি