ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ডাকসু নির্বাচন

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

প্রকাশিত : ০৮:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এগুলো জমা নেবেন।

১৯ ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত মনোনয়নপত্র দেওয়া হয়েছে। আজ জমা নেওয়ার পর সেগুলো বাছাই করে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

এ বিষয়ে ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান বলেন, ‘কতজন মনোনয়নপত্র নিয়েছেন, সেটা এখন বলা যাচ্ছে না। এর তালিকা আবাসিক হলে রয়েছে।’

প্রসঙ্গত, ২৮ বছরের বেশি সময় পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান জানান, আগামী ১১ মার্চ ডাকসু কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদগুলোর নির্বাচন এক যোগে অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলবে।

১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, অর্থাৎ যে অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তাতে ডাকসুর সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সে ক্ষমতাবলে নির্বাচনের দিন ঠিক করেছেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে ১৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে জানিয়েছিল ২০১৯ সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে ডাকসুর নির্বাচন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি