ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

মন্দা কাটাতে পর্যটকদের বিশেষ ছাড় দিচ্ছে জাপান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ২৮ মে ২০২০

করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দায় পড়েছে জাপান। যুদ্ধ পরবর্তী সময়ে এমন অবস্থার সম্মুখীন হয়নি দেশটি। ফলে ধসে পড়া অর্থনীতিতে চাঙ্গা করতে নানা ধরনের প্যাকেজের বন্দোবস্ত করছে তারা। করোনা পরবর্তী সময়ে জাপানে বেড়াতে আসা পর্যটকদের বেশ কিছু খরচ বহন করবে সরকার নিজেই। 

টাইমস অব ইন্ডিয়া জানায়, ইতোমধ্যে ২৮ দশমিক ২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে তারা, যা পর্যটকদের ভ্রমণের খরচ কমানোর কাজে ব্যবহৃত হবে। 

জাপানে বেড়াতে গিয়ে পর্যটকেরা সেখানকার ঐতিহ্যবাহী খাবার রমেন ও সুশি খেতে আগ্রহী হবে, এ ছাড়া প্রিয়জনদের জন্য কিনবে নানা ধরনের স্যুভেনির। আর সেগুলোর আংশিক বিল মেটাবে জাপান সরকার। 

জাপান ট্যুরিজম এজেন্সির প্রধান হিরোশি তাবাতা জানানা, নতুন পরিকল্পনায় পর্যটকদের ভ্রমণব্যয়ের অন্তত অর্ধেকটা পূরণ করে দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি জাপান। তবে স্থানীয় সংবাদমাধ্যম জাপান টাইমস বলছে, এ পরিকল্পনা জুলাইয়ের শুরু থেকেই কার্যকর হতে পারে।

এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, জাপানে এ পর্যন্ত অন্তত ১৬ হাজার ৬২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮৪৬ জনের। মহামারীর কারণে বেশ কিছুদিন লকডাউনে থাকার পর গত সোমবার দেশব্যাপী জরুরি অবস্থা তুলে দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী আবে শিনজো।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি