ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

মমতাকে চ্যালেঞ্জ বিপ্লবের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ২২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৫:২৭, ২২ ডিসেম্বর ২০১৮

ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। কলকাতায় বসে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ দিলেন তিনি। মমতাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘২৫ বছরের সরকার উপড়ে গেল, ইনি (মমতা) তো মাত্র ৭ বছর।’
ত্রিপুরায় ন’মাস আগে পতন ঘটেছে ২৫ বছরের পুরনো বাম সরকারের। উত্তর-পূর্বের বাঙালি প্রধান রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছেন বিপ্লব দেব। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়া ইস্তক নানা বিতর্ক বিপ্লবকে ঘিরে, বিতর্ক ত্রিপুরার প্রথম বিজেপি সরকারকে ঘিরে।

আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়- মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে নানা বিষয়ে আপনার একের পর এক মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। সে বিষয়ে কী বলবেন?
উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, বিতর্ক হয়েছে। তবে ওগুলো মিডিয়ার তৈরি করা বিতর্ক।’

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দাবি, যে বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরি করা হয়েছিল, তার অনেকগুলোতেই পরে নিজেদের কথা গিলে নিতে হয়েছে মিডিয়াকে।

লেনিনের মূর্তি ভাঙা প্রসঙ্গে বিপ্লব দেব বলেন, ‘হ্যাঁ, ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি ভাঙেনি। আমি ভেঙেছি। সরকারি জায়গা বেআইনি ভাবে দখল করে পার্টি অফিস বানিয়ে রেখেছিল। আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি, সরকারি জমি দখলমুক্ত করতে। যেগুলো সরকারি জমিতে ছিল না, সেগুলো ভাঙিনি। ত্রিপুরায় এখনও সিপিএমের আট-নশো পার্টি অফিস রয়েছে ‘

এক সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়েছেন মমতাকে। প্রসঙ্গ ছিল বাংলার বিজেপি-কে দেখে তিনি কতটা আশাবাদী? ত্রিপুরার মতো ফল কি এ রাজ্যে হওয়া সম্ভব?
জবাবে বিপ্লব বলেন, ‘ত্রিপুরা ছোট রাজ্য, পশ্চিমবঙ্গ অনেক বড়। বেশি খাটতে হবে। কিন্তু অসম্ভব কিছুই নয়।’

এ সময় তিনি আরও বলেন, ‘ত্রিপুরায় কত বছরের সরকার ছিল, আর এখানে ক’বছর, সেটাও তো ভাবতে হবে। ২৫ বছর ধরে রাজত্ব করছিল ওখানে। তাদেরকে উপড়ে ফেলতে পারলাম। আর এখানে তো মাত্র সাত বছর।’

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি