ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

মরিয়ম নওয়াজের গাড়ি বহরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ২৮ এপ্রিল ২০২৪

পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের গাড়ি বহরের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিন দিনব্যাপী বৈশাখী উৎসবে  যোগ দিতে বৃহস্পতিবার নারোওয়াল থেকে কর্তারপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ডন জানিয়েছে, কর্তারপুরের দিকে যাচ্ছিল মুখ্যমন্ত্রীর গাড়িবহর। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে শকরগড় রোডের চান্দোয়াল এলাকায় ধাক্কা দেয় মরিয়মের নিরাপত্তায় নিয়োজিত এলিট ফোর্স।

আবুবকর নামে ওই মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। ২৩ বছর বয়সী ওই ব্যক্তি জাসার শহরের বাসিন্দা।

দুর্ঘটনা সত্ত্বেও আবুবকরকে হাসপাতালে নেয়নি মরিয়মের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিহতের চাচাতো ভাই আলী রিজওয়ান বলেন, আবুবকর একটি ফিলিং স্টেশনে চাকরি করতেন। বাসা থেকে বের হয়ে তিনি কর্মস্থলের দিকেই যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।

রিজওয়ান বলেন, মরিয়মের কর্মকর্তাদের কেউ গাড়ি থামিয়ে আবুবকরকে উদ্ধার করেনি কিংবা জরুরি সহায়তা নম্বরেও কেউ ফোন করেনি। উল্টো ঘটনার পর পুলিশ এসে সড়কে আবুবকরের রক্ত পানি দিয়ে ধুয়ে ফেলেছে, যাতে কোনো প্রমাণ না থাকে।

আবু বকরের মা আরিফা বিবি বলেন, পুলিশের গাড়ির ধাক্কায় তার ছেলের মৃত্যু হয়েছে। পাকিস্তানে মূল্যস্ফীতিতে নাভিশ্বাস অবস্থার মধ্যে আবুবকরই তাদের সংসার চালাতেন। আবুবকরের বাবা একজন দিনমজুর।

ছেলের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের বিচার দাবি করেছেন আরিফা বিবি।

কে আই


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি