ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহাকাশে স্পাই উপগ্রহ উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ২২ নভেম্বর ২০২৩ | আপডেট: ০৯:১৫, ২২ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

মহাকাশে সামরিক স্পাই উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করার দাবি করেছে উত্তর কোরিয়া। এ উপগ্রহের মাধ্যমে সম্ভাব্য আক্রমণ সম্পর্কে আগেভাগেই সতর্ক হতে পারবে দেশটি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, বুধবার মধ্য রাতে মালিগিং-১ নামের এই সামরিক স্পাই উপগ্রহটি  মহাকাশের কক্ষপথে প্রবেশ করে। 

পুরো উৎক্ষেপণ পর্ব পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। 

জাপান এ ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অ্যাখ্যা দিয়েছে। নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়াসহ প্রতিবেশীদেশগুলোও। 

এর আগেও চলতি বছরে আরও দুবার মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পিয়ংইয়ং। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি