ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

মহান স্বাধীনতা দিবসে টাঙ্গাইলে ফুলেল শ্রদ্ধাঞ্জলি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৪, ২৬ মার্চ ২০২২ | আপডেট: ০৯:০৫, ২৬ মার্চ ২০২২

৩১ বার তোপধ্বনি, ফুলেল শ্রদ্ধাঞ্জলি, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধা সমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে।

শনিবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বেদীতে প্রথমে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান জেলা প্রশাসক ড. মো. আতাউলগনি। 

এর পরপরই জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদ হোসেন, টাঙ্গাইল পৌরসভার পক্ষে মেয়র এস. এমসিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে সভাপতি জাফর আহমেদসহ বিভিন্ন রাজনীতিক, সামাজিক এবং সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি