ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

মহাসড়কের মোড়ে মোড়ে বিভিন্ন নামে চাঁদাবাজি [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ১০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

পথে পথে চাঁদাবাজী মহাসড়কে কমিয়ে দিচ্ছে যানবাহনের গতি। এছাড়া, অবৈধপন্থায় অবাধে চলছে রিক্সা, অটোরিক্সা, ফিটনেসবিহীন লক্কড় ঝক্কড় গাড়ী। এই অনিয়মের এর সাথে জড়িয়ে পড়েছেন খোদ পুলিশ সদস্যরা।

ফলে চার লেন হওয়ার পরও যানবাহনের গতি বাড়েনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।

মহাসড়কে নিষিদ্ধ করা হয়েছে রিক্সা, অটোরিক্সা ও ফিটনেসবিহীন গাড়ী। কিন্তু, বাস্তবতা ভিন্ন। এর সবই চলছে মহাসড়কে।

এ’জন্য বিভিন্ন স্টিকার আর সমিতির নামে চাঁদা আদায় করে পৌঁছে দেয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তির কাছে। প্রত্যক্ষ চাঁদাবাজির পাশাপাশি সিএনজি ষ্টেশন, পেট্রোল পাম্পের স্টিকারের নামে চলে পরোক্ষ চাঁদাবাজি।

চালকরা বলছেন, টাকার বিনিময়ে সড়কে এ’সব যানবাহন চালানোর সুযোগ পান তারা।

পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, বিশেষ এই স্টিকার থাকলে নির্বিঘ্নে চলাচল করতে পারে পণ্যবাহী যানবাহন।

তবে স্টিকারের বিনিময়ে টাকা তোলার কথা অস্বীকার করেন পেট্রোল পাম্পের মালিকরা।

রাতের বেলায়ও মহাসড়কে ট্রাক থামিয়ে চাঁদা আদায় করেন হাইওয়ে পুলিশের সদস্যরা।

শুধু পণ্যবাহী যানবাহন নয়, যাত্রীবাহী বাসেও চালক এবং যাত্রীদের তল্লাশীর নামে হয়রানীর অভিযোগ উঠেছে। 

পুলিশ কর্মকর্তারা বলছেন, কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

হয়রানী মুক্ত নিরাপদ সড়কের দাবি জানিয়েছে যাত্রী, চালক ও পরিবহণ সংশ্লিষ্টরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি