ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মা ইলিশ ধরা হচ্ছে সিরাজগঞ্জে, পুলিশ ও চেয়ারম্যান থেকে টোকেন পেয়ে মাছ ধরছে জেলেরা

প্রকাশিত : ১০:২৫, ২৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:২৫, ২৭ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে মা ইলিশ ধরা হচ্ছে সিরাজগঞ্জে। জেলেদের বক্তব্য পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান থেকে টোকেন পেয়ে মাছ ধরছে তারা। তবে এব্যপারে সম্পৃক্ত থাকার করা অস্বীকার করেছে পুলিশ। অন্যদিকে নিষেধাজ্ঞার কারনে বেকার হয়ে পড়েছে চাঁদপুরের কয়েক হাজার জেলে। সরকারের নিষেধাজ্ঞার কারণে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর, ২২ দিন মা মাছ ধরা বন্ধ থাকার কথা থাকলেও যমুনা জুড়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।  সিরাজগঞ্জের দুর্গোম চরাঞ্চলে নদী জুড়ে চলছে মাছ শিকার। একুশে টেলিভিশনের ক্যামেরায় এমন চিত্র ধরার পড়ার পর, একটি ফোন নম্বর দেয়া টোকেন দেখায় জেলেরা। টোকেন নামের মাছ ধরার এই অনুমতি পত্র চৌহালী পুলিশ ও স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের দেয়া বলে জানায় জেলেরা। একই সাথে জানা যায়, ৩ হাজার ২৫০ টাকার বিনিময়ে পাওয়া যায় এই টোকেন। এদিকে টোকেন বাণিজ্যে পুলিশ সম্পৃক্ত নয় বলে জানান চৌহালী থানার ওসি। আর মাছ ধরা বন্ধে কাজ করা হচ্ছে বলে জানায় স্থানীয় মৎস কর্মকর্তা। অন্যদিকে নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞায় বেকার হয়ে পড়ছে চাঁদপুরের কয়েক হাজার জেলে। পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। ইলিশ নির্ভর চাঁদপুরের মাছের আড়তের কয়েক হাজার শ্রমিককে সহায়তা প্রদানের আওতায় আনার আশ্বাস জেলা মৎস কর্মকর্তার। কার্ড বা সরকারী সহায়তার আওতায় অন্তর্ভুক্ত করার দাবী এসব জেলের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি