ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মাংস ব্যবসায়িদের ধর্মঘটে দাম বেড়েছে মুরগির

প্রকাশিত : ১৮:১২, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১২, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীতে গরু ও খাসির মাংস ব্যবসায়িদের লাগাতার ধর্মঘটের কারনে দাম বেড়েছে মুরগির। সেইসাথে বাড়তি মাছের দাম। এ’কারণে, এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। অন্যদিকে, দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন মাংস ব্যবসায়িরা। তবে, স্থিতিশীল রয়েছে সবজির দাম। রাজধানীতে মাংস সরবরাহের অন্যতম বড় কেন্দ্র কাপ্তান বাজার। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে সারিসারি দোকানগুলো। অলস সময় পার করছেন মাংস বিক্রেতারা। পশুর হাটগুলোতে হয়রানির প্রতিবাদে ধর্মঘট ডাকলেও, ব্যবসা বন্ধ থাকায় বিপাকে পড়ার কথা জানালেন মাংস ব্যবসায়িরা। রাজধানীর অন্যান্য বাজার ঘুরেও দেখা গেলো, ফাঁকা পড়ে আছে মাংসের দোকান। গরু এবং খাসির মাংস বাজারে না থাকায় দাম বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকায়। আর দেশী মুরগীর দাম ৩০০ থেকে ৪০০ টাকা। মাংস ব্যবসায়িদের ধর্মঘটের প্রভাব পড়েছে মাছের বাজারেও। <ংঃৎড়হম>দাবী বাস্তবায়িত হলে ৩০০ টাকায় মাংস বিক্রির আশ্বাস দিয়েছে ব্যবসায়ী সমিতি। এদিকে গত সপ্তাহের তুলনায় দামে খুব বেশি হেরফের নেই সবজির বাজারে। যদিও ক্রেতাদের অভিযোগ, দাম বেশি। তেল, ডাল, চিনি, মসলাসহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামেই।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি