ঢাকা, রবিবার   ২৫ জানুয়ারি ২০২৬

মাকে রাস্তায় ফেলে গেল ছেলে, মারা গেলেন মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অবশেষে মারা গেলেন গভীর রাতে সন্তান কর্তৃক রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধা মা জোবেদা খাতুন (৮০)। গত সোমবার তিনি মারা গেছেন। ১১ দিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন এই বৃদ্ধা।

গতকাল মঙ্গলবার সকাল ৯টায় শাহমাদার দরগা শরিফ কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানান মাদারীপুর সিভিল সার্জন ডা. ফরিদ উদ্দিন মিয়া।

স্থানীয়রা জানায়, গত ৩১ অক্টোবর গভীর রাতে মাদারীপুর শকুনী লেক পাড়ের রাস্তায় তার সন্তান ও পুত্রবধূ বৃদ্ধা জোবেদা খাতুনকে ফেলে যায়। সকালে দুই শিক্ষার্থী হাঁটতে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বৃদ্ধাকে। পরে তারা বৃদ্ধাকে ভর্তি করান মাদারীপুর সদর হাসপাতালে। প্রথম দিন বৃদ্ধা নিজের নাম ও তার সন্তান-বউ মিলে মারধর করে ফেলে গেছেন বলে জানান। তারপর থেকে আর কথা বলতে পারেননি এই বৃদ্ধা। পরিবারের কেউ খোঁজখবর নিতেও আসেনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি