ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

মাছ আহরণ তিন মাসের জন্য বন্ধ থাকায় জেলে পরিবারদের চাল বিতরণ

প্রকাশিত : ০৮:৪৬, ১৯ জুন ২০১৬ | আপডেট: ০৮:৪৬, ১৯ জুন ২০১৬

প্রাকৃতিক প্রজনন নির্বিঘ্ন করতে মাছ আহরণ তিন মাসের জন্য বন্ধ থাকায় রাঙামাটির কাপ্তাই হ্রদ এলাকার প্রায় সাড়ে ৪ হাজার জেলে পরিবারকে চাল দেয়া হয়েছে। শহরের আনন্দবিহারে খাদ্য গুদাম প্রাঙ্গনে জেলা প্রশাসক শামসুল আরেফিন জেলেদের মাঝে পরিবার প্রতি ৪০ কেজি করে চাল বিতরণ করেন। হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে জেলেরা যাতে খাদ্য সংকটে না পড়ে, সেজন্য মাছ আহরণকারী জেলে পরিবারের জন্য ভিজিএফের চাল বরাদ্দের এ উদ্যোগ গ্রহণ করা হয়।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি