ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে একজনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩৯, ৬ সেপ্টেম্বর ২০২২

নেত্রকোনার মদনে বাড়ির সামনের তলার হাওরে মাছ মারতে গিয়ে পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম খলিলুর রহমান তালুকদার (৪৬)। মঙ্গলবার সকালে নেত্রকোনা জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাঘমারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।  

মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাঘমারা গ্রামের মৃত তৈয়ব আলী তালুকদারের পুত্র খলিলুর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। মঙ্গলবার সকালে বাড়ির সামনের তলার হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ মৃগী রোগ দেখা দেয়। এক পর্যায়ে সে হাওরের পানিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে আশপাশের মাছ ধরার লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।  

মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে খলিলুর রহমান তালুকদার নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি