ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

মাথার খুলি দিয়ে অট্টালিকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১০:২৬, ৩ জুলাই ২০১৭

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

Ekushey Television Ltd.

মেক্সিকো সিটিতে প্রত্নতাত্ত্বিকরা ব্যাতিক্রম একটি অট্টালিকার ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছেন। এটি মানুষের মাথার খুলি দিয়ে নির্মিত হয়েছিল। খবর রয়টার্সের।

কমপক্ষে ৬৫০টি খুলি আছে ভবনটিতে। ওপরের দিকে বসানো খুলিগুলো নারী ও শিশুদের। এই স্থাপনা আজটেক সাম্রাজ্যে নরবলির সংস্কৃতির সাক্ষী। প্রত্নতাত্ত্বিক দলের সদস্য জৈব নৃবিজ্ঞানী রদ্রিগো বোলানোস বলেন, নরমুণ্ডের ছড়াছড়ি দেখে তাঁরা ভেবেছিলেন এগুলো তরুণ যোদ্ধাদের দেহাবশেষ। কিন্তু সেখানে নারী ও শিশুর অনেক খুলি দেখে মানুষ উৎসর্গ করার সংস্কৃতির ইঙ্গিত মেলে।

প্রত্ন-গবেষকেরা এই আবিষ্কার থেকে নতুন দিশা পেয়েছেন। খুলি-খচিত প্রাসাদটির ভাঙা ভাঙা অংশ দেখে মনে হয়, এটি নলাকৃতির ছিল। এখন যেখানে মেক্সিকোর রাজধানী শহরটি, সেখানেই আজটেক রাজধানী ছিল একসময়।

স্পেনীয় দখলদার যোদ্ধারা কাছাকাছি আরেকটি জায়গায় একসঙ্গে বিন্যস্ত এ রকম অনেক খুলি দেখে শঙ্কিত হয়েছিলেন। ওটা প্রাক্‌-ঔপনিবেশিক যুগের মেসোআমেরিকান সংস্কৃতির চিহ্ন বহন করে। স্থাপনাটির বাকি অংশ দেখার আশায় প্রত্ন-গবেষকেরা ২০১৫ সালে মেক্সিকো সিটি নগরের পুরোনো অংশে খননকাজ শুরু করেন।

আজটেক এবং অন্যান্য মেসোআমেরিকান জনগোষ্ঠীর মধ্যে সূর্যের উদ্দেশে নরবলি দেওয়ার রীতি ছিল।

// এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি