ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মাথার খুলি দিয়ে অট্টালিকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১০:২৬, ৩ জুলাই ২০১৭

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটিতে প্রত্নতাত্ত্বিকরা ব্যাতিক্রম একটি অট্টালিকার ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছেন। এটি মানুষের মাথার খুলি দিয়ে নির্মিত হয়েছিল। খবর রয়টার্সের।

কমপক্ষে ৬৫০টি খুলি আছে ভবনটিতে। ওপরের দিকে বসানো খুলিগুলো নারী ও শিশুদের। এই স্থাপনা আজটেক সাম্রাজ্যে নরবলির সংস্কৃতির সাক্ষী। প্রত্নতাত্ত্বিক দলের সদস্য জৈব নৃবিজ্ঞানী রদ্রিগো বোলানোস বলেন, নরমুণ্ডের ছড়াছড়ি দেখে তাঁরা ভেবেছিলেন এগুলো তরুণ যোদ্ধাদের দেহাবশেষ। কিন্তু সেখানে নারী ও শিশুর অনেক খুলি দেখে মানুষ উৎসর্গ করার সংস্কৃতির ইঙ্গিত মেলে।

প্রত্ন-গবেষকেরা এই আবিষ্কার থেকে নতুন দিশা পেয়েছেন। খুলি-খচিত প্রাসাদটির ভাঙা ভাঙা অংশ দেখে মনে হয়, এটি নলাকৃতির ছিল। এখন যেখানে মেক্সিকোর রাজধানী শহরটি, সেখানেই আজটেক রাজধানী ছিল একসময়।

স্পেনীয় দখলদার যোদ্ধারা কাছাকাছি আরেকটি জায়গায় একসঙ্গে বিন্যস্ত এ রকম অনেক খুলি দেখে শঙ্কিত হয়েছিলেন। ওটা প্রাক্‌-ঔপনিবেশিক যুগের মেসোআমেরিকান সংস্কৃতির চিহ্ন বহন করে। স্থাপনাটির বাকি অংশ দেখার আশায় প্রত্ন-গবেষকেরা ২০১৫ সালে মেক্সিকো সিটি নগরের পুরোনো অংশে খননকাজ শুরু করেন।

আজটেক এবং অন্যান্য মেসোআমেরিকান জনগোষ্ঠীর মধ্যে সূর্যের উদ্দেশে নরবলি দেওয়ার রীতি ছিল।

// এআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি