ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

মাদক কারবারিদের সঙ্গে ধস্তাধস্তিতে এএসআই আহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৩, ৩ এপ্রিল ২০২২ | আপডেট: ১২:০৪, ৩ এপ্রিল ২০২২

মেহেরপুরের গাংনীতে ২শ’ ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় ধস্তাধস্তিতে পুলিশের এএসআই শরিফুল ইসলাম আহত হয়েছেন। 

রোববার ভোরে উপজেলার ভরাট বিলপাড়া এলাকা থেকে মাদক কারবারিদের আটক করা হয়। এ সময়ে একটি কালো অ্যাপাচি মোটরসাইকেল ও পাখিভ্যান জব্দ করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন তেরাইল ওলিনগরের সুলতান হকের ছেলে আবুল কালাম আযাদ (৩৬) ও একই গ্রামের মোতাহার বিশ্বাসের ছেলে মেছের আলী (৫০)।

বামুন্দি পুলিশ ক্যাম্পের এসআই শরিফ হাবিব জানান, ভরাট বিলপাড়া এলাকা দিয়ে পাখিভ্যান যোগে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালানোর চেষ্টা করলে এসময় তাদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে এএসআই শরিফুল ইসলাম আহত হয়েছেন। এ সময়ে দুজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আবুল কালাম আযাদ জেলার একজন শীর্ষ মাদক কারবারি। তার নামে ১২টি মামলা রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে সোচ্চার রয়েছে পুলিশ। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি