ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন বিষয়ক কর্মশালা

শেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:২৩, ৬ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের জন্য দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এটিএম শওকত ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়েল আহমেদের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম। 

কর্মশালায় জেলার সকল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৩টি পৌরসভার মেয়র, অফিসার ইনচার্জ, শিক্ষা কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা, জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এবং অপব্যবহার রোধে তাদের প্রস্তাবনা ও পরিকল্পনা উল্লেখ করেন। 

কর্মশালায় ৪ উপজেলা থেকে অংশগ্রহণকারীদের মধ্য থেকে গ্রুপভিত্তিক সুপারিশমালা গ্রহণ করা হয়।

কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি