ঢাকা, সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬

মাদুরো ও তার স্ত্রী ‘আত্মসমর্পণ’ করেছেন: জেনারেল কেইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ৪ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

মার্কিন সেনারা সম্পূর্ণভাবে আকস্মিকতার উপাদান বজায় রেখেছিল এবং ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ও অকার্যকর করে দিয়েছিল বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী মার্কিন জেনারেল কেইন।

তিনি জানান, মার্কিন সৈন্যরা রাত ০১:০১ ইস্টার্ন টাইমে মাদুরোর কম্পাউন্ডে পৌঁছে এলাকা বিচ্ছিন্ন করে। সেখানে পৌঁছানোর পর হেলিকপ্টারগুলো গোলাগুলির মুখে পড়ে এবং তারা প্রচণ্ড শক্তি দিয়ে পাল্টা জবাব দেয়।

একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও সব মার্কিন বিমান নিরাপদে ফিরে এসেছে বলে তিনি জানান।

এরপর মাদুরো ও তার স্ত্রী “আত্মসমর্পণ” করেন এবং তাদেরকে বিচার বিভাগের হেফাজতে নেওয়া হয়। রাত ০৩:২৯ ইস্টার্ন টাইমে তারা ইউএসএস আয়ু জিমা জাহাজে ওঠেন বলে তিনি জানান।

শনিবার মার-এ-লাগোসের সংবাদ সম্মেলনে মঞ্চে উঠে জেনারেল ড্যান কেইন অভিযানের পরিকল্পনা সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’।

তিনি এটিকে ‘গোপন’ ও ‘সুনির্দিষ্ট’ বলে উল্লেখ করেন এবং বলেন, এতে যৌথবাহিনীর প্রতিটি অংশের অংশগ্রহণ ছিল-সেনা, নৌসেনা, বিমান বাহিনী, মেরিনসহ অন্যান্যরা গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করেছে।

তিনি আরও বলেন, অভিযানে ব্যবহার করা হয়েছে ‘অতুলনীয় গোয়েন্দা সক্ষমতা’ এবং ‘সন্ত্রাসীদের ধরার অনেক বছরের অভিজ্ঞতা’।

জেনারেল কেইনের ভাষায়, ‘এক্সট্রাকশন’ এতটাই নিখুঁত ছিল যে এতে ১৫০টিরও বেশি বিমানকে সঠিক সময়ে সঠিক স্থানে একত্রিত হতে হয়েছে।

প্রস্তুতি নিয়ে তিনি বলেন, মাদুরোর অবস্থান ও তার দৈনন্দিন অভ্যাস—কি খেতেন, কোথায় থাকতেন—এসব জানতে মাসের পর মাস গোয়েন্দা তৎপরতা চালানো হয়েছে।

এদিকে, ভেনেজুয়েলা পরিচালনা করার জন্য ব্যক্তিদের বাছাই করার কাজ এই মুহূর্তে চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় অনেক খারাপ লোকজন আছে। তাদের দেশ পরিচালনা করা উচিত নয়। অন্যদিকে ভেনেজুয়েলায় অনেক ভালো মানুষজন আছে। দেশের মানুষের জন্য তারা অনেক অর্থ আয় করতে পারবে।

‘ভেনেজুয়েলার জনগণ আবারও স্বাধীন’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাথে মার্কিন "অংশীদারিত্ব" ভেনেজুয়েলার জনগণকে "ধনী, স্বাধীন এবং নিরাপদ" করবে বলেও দাবি করেছেন তিনি।

মাদুরোকে একজন ‘অবৈধ স্বৈরশাসক’ বলে অভিহিত করে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ‘প্রচুর পরিমাণে মারাত্মক নেশাদ্রব্য’ আনার জন্য দায়ী ছিল সে।

তিনি জানান, মাদুরো এবং তার স্ত্রী বর্তমানে নিউইয়র্কের উদ্দেশ্যে একটি জাহাজে রয়েছেন।

‘ভেনেজুয়েলার সকল রাজনৈতিক ও সামরিক ব্যক্তির বোঝা উচিত যে মাদুরোর সাথে যা ঘটেছে তা তাদের সাথেও ঘটতে পারে’ বলেও উল্লেখ করেন ট্রাম্প।

সূত্র: বিবিসি

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি