ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

মানুষ

শাহিদ খান ফরহাদ

প্রকাশিত : ১২:২৯, ১৬ এপ্রিল ২০২০ | আপডেট: ১২:৫১, ১৯ এপ্রিল ২০২০

মানুষ ওহে মানুষ তুমি সৃষ্টির মহাসৃষ্টি
বিশ্ব ভান্ড ভান্ড তুমি মহাজনের কৃষ্টি।

জগৎ জুড়ে বিচরণ করো, বিশ্ব মহাবিশ্বে
সৌরজগৎ কক্ষপথ খোঁজ প্রকৃতির বিধ্বংসে।
কামান দাগাও জবান লাগাও রহিবারে কর্তৃত্বে
নিখিল ভুবন দাবানলে জ্বলে তুমি হাসো তৃপ্তে।

উল্কা নিহারীকা ছায়াপথ আর ধুমকেতু কণা
আঁখিতলে দাঁড়ায় তারা পেলে ঈশ্বরকণা।
সৃষ্টি করো মহাশক্তি কর্তৃত্বের বলে
নিঃস্ব হয়ে কাঁদো মহামারির ক্ষুদ্র কবলে।

অ... ভুবনেশ্বর
হে প্রভু আমার, মানব কূলে, জ্ঞান দাও আরো, প্রয়োগের দৃষ্টি।
আপনারে বাঁচাও জীবে, বর্ষিত করো হে, 
প্রশান্তির বৃষ্টি।

তোমার সখের মানুষ আজি, বেহুস মহাত্রাসে
সৃষ্টির সৃষ্টি দংশে মহাসৃষ্টি সর্বনাশে।
প্রকৃতি বাতায়ন করে, মূর্তি-গম্ভুজ লাজে 
মানুষ এলো মানব হয়ে, জপ-মালা বাজে।

জয় হবেই হবে  মানবের,
একদিন হাসবে বসুন্ধরা।
ঐ মাভৈ,ক্ষয় ঐ দানবের,
নয়তো  দাপিয়ে দানব হাঁপিয়ে অন্ধরা।

মানুষ ভগবান,আল্লাহর দান,
হোক সে প্রশংসনিয় ভৈরব, ঈসা-যিষা সন্ন্যাস,
কিংবা রাজপুত্র হনুমান।

আলোক দেয়ালে চেয়ে দেখ,
হাত মুখ চোখ আছে তাতে।
নয়ন কোণে সানি পড়িয়াছে?
নাসিক্যে বিচরণে রহিয়াছে তোমাতে।

ইউনিভার্স খোঁজ?খোঁজ সমষ্টি?
"মানুষ" ভাঙ্গ পাইবে তুমি,
গ্রহপুঞ্জি সৌরমন্ডল একই মুষ্টি। 

বিজ্ঞান বানায় ভগবান স্বজ্ঞানে,
বিপরীত জ্ঞান জানি, 
যদি বিশ্ব যোগে জ্ঞান হয় বিজ্ঞান, 
তবে পার্থক্য কি ধর্মযোগী আর বিজ্ঞানে?

জ্ঞানলোচনে চাহিয়া দেখ,
সেই তুমি, অংশ তাহার,
সে রহিয়াছে তোমাপানে।

মানুষ ওহে মানুষ তুমি সৃষ্টির মহাসৃষ্টি,
বিশ্বভান্ড ভান্ড তুমি মহাজনের কৃষ্টি।

লেখক: শিক্ষার্থী, মাস্টার্স, অর্থনীতি বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি